ভিয়েনা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার প্রধান বিরোধীদলের নেত্রীর মতে,সরকারের দ্রুত লকডাউনের শিথিলতা খুবই ঝুঁকিপূর্ণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) এর প্রধান ডা.পামেলা রেন্ডি-ভাগনার মঙ্গলবার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে বলেন,সরকার করোনার লকডাউন দ্রুত শিথিলতার মাধ্যমে করোনাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণ থেকে দূরে সরে যাচ্ছে। লকডাউনের এই দ্রুত শিথিলতা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। অবশ্য তিনি স্কুল খুলে দেওয়াকে সমর্থন জানিয়েছেন।

SPÖ প্রধান ডা.পামেলা দেশে করোনার সংক্রমণের উচ্চ সংখ্যা এবং টিকা দেওয়ার মন্থর গতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে আবারও করোনার সংক্রমণের বিস্তার তাত্পর্যপূর্ণ বৃদ্ধি ঘটবে পারে এবং ফলে বাধ্য হয়ে পুনরায় আবারও পরবর্তী লকডাউনে যেতে হতে পারে। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার নিজেই বলেছিল দৈনিক সংক্রমণ ৭০০ শত হলে করোনার লকডাউন ও বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হবে। দেশে করোনার সংক্রমণের সংখ্যা এখনও চার অংকের ঘরেই বিরাজমান রয়েছে।

পামেলা,সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সমালোচনা করে বলেন,সরকার প্রধান যদি সংক্রমণের অব্যাহত বৃদ্ধিকেও স্বাভাবিক হিসাবে মনে করেন, তাহলে ধরে নিতে হবে ভাইরাস নিয়ন্ত্রণ সরকারের সামর্থ্যের বাহিরে। তিনি দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য খোলার ফলে সেখানে সামাজিক দূরত্ব ও বাধ্যতামূলক মাস্ক পড়া যথাযথভাবে মানা না হলে পরিস্থিতির পুনরায় অবনতির দিকেই যাবে। তিনি সরকারকে সতর্ক করে  বলেন,যাই হোক না কেন, এর জন্য দায়িত্ব ফেডারেল সরকারকেই বহন করতে হবে। এই দায়িত্বহীনতার জন্য দেশের জনগণ, রাজ্য গভর্নর বা সিটি মেয়র কেহই অপরাধী হবেন না।

পামেলা আরও বলেন,ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগও (SPÖ) গতকাল সরকারের সংবাদ সম্মেলনে করোনার শিথিলতাকে সমর্থন করেছেন এবং সাথে সাথে এও স্বীকারও করেছেন যে,এই শিথিলতা আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। পামেলা দেশে ফ্রি করোনার পরীক্ষা আরও দ্রুত বৃদ্ধির দাবী জানিয়েছেন। বেশী পরীক্ষার মাধ্যমেই দ্রুত আক্রান্তদের পৃথকীকরণের মাধ্যমে ভাইরাসের বিস্তার দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি। সমগ্র দেশে একই সময়ে, টিকা এবং পরীক্ষার সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং সর্বোপরি,করোনার সমস্ত পরীক্ষাগুলি প্রত্যেকের জন্যই বিনা মূল্যে সম্পন্ন করতে হবে। জনসংখ্যার অর্ধেক লোক যদি সপ্তাহে দু’বার এই স্ব-পরীক্ষা চালায় এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা পালন করা হয়, তবে ভাইরাসের উপর নিয়ন্ত্রণ সফল হতে পারে।

পামেলা রেন্ডি-ভাগনার জানিয়েছেন,জাতীয় কাউন্সিলের(সংসদের) মূল কমিটিতে করোনার শিথিলকরণের এই সিদ্ধান্তকে সমর্থন করবে কিনা বিরোধীদল SPÖ তা উন্মুক্ত রেখেছিল। কিন্ত তিনি আফসোস করে বলেন যে, এই আইনটি মূল কমিটির আজকের বৈঠকের এজেন্ডাতেই ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিককালে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল দল SPÖ এর সাথে সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের দল ÖVP এর দূরত্ব কিছুটা কমে এসেছে। পামেলার নেতৃত্বাধীন SPÖ সম্প্রতি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে সমর্থন করে আসছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার প্রধান বিরোধীদলের নেত্রীর মতে,সরকারের দ্রুত লকডাউনের শিথিলতা খুবই ঝুঁকিপূর্ণ

আপডেটের সময় ১১:১৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

ইউরোপ ডেস্কঃ প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) এর প্রধান ডা.পামেলা রেন্ডি-ভাগনার মঙ্গলবার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে বলেন,সরকার করোনার লকডাউন দ্রুত শিথিলতার মাধ্যমে করোনাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণ থেকে দূরে সরে যাচ্ছে। লকডাউনের এই দ্রুত শিথিলতা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। অবশ্য তিনি স্কুল খুলে দেওয়াকে সমর্থন জানিয়েছেন।

SPÖ প্রধান ডা.পামেলা দেশে করোনার সংক্রমণের উচ্চ সংখ্যা এবং টিকা দেওয়ার মন্থর গতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে আবারও করোনার সংক্রমণের বিস্তার তাত্পর্যপূর্ণ বৃদ্ধি ঘটবে পারে এবং ফলে বাধ্য হয়ে পুনরায় আবারও পরবর্তী লকডাউনে যেতে হতে পারে। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার নিজেই বলেছিল দৈনিক সংক্রমণ ৭০০ শত হলে করোনার লকডাউন ও বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হবে। দেশে করোনার সংক্রমণের সংখ্যা এখনও চার অংকের ঘরেই বিরাজমান রয়েছে।

পামেলা,সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সমালোচনা করে বলেন,সরকার প্রধান যদি সংক্রমণের অব্যাহত বৃদ্ধিকেও স্বাভাবিক হিসাবে মনে করেন, তাহলে ধরে নিতে হবে ভাইরাস নিয়ন্ত্রণ সরকারের সামর্থ্যের বাহিরে। তিনি দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য খোলার ফলে সেখানে সামাজিক দূরত্ব ও বাধ্যতামূলক মাস্ক পড়া যথাযথভাবে মানা না হলে পরিস্থিতির পুনরায় অবনতির দিকেই যাবে। তিনি সরকারকে সতর্ক করে  বলেন,যাই হোক না কেন, এর জন্য দায়িত্ব ফেডারেল সরকারকেই বহন করতে হবে। এই দায়িত্বহীনতার জন্য দেশের জনগণ, রাজ্য গভর্নর বা সিটি মেয়র কেহই অপরাধী হবেন না।

পামেলা আরও বলেন,ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগও (SPÖ) গতকাল সরকারের সংবাদ সম্মেলনে করোনার শিথিলতাকে সমর্থন করেছেন এবং সাথে সাথে এও স্বীকারও করেছেন যে,এই শিথিলতা আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। পামেলা দেশে ফ্রি করোনার পরীক্ষা আরও দ্রুত বৃদ্ধির দাবী জানিয়েছেন। বেশী পরীক্ষার মাধ্যমেই দ্রুত আক্রান্তদের পৃথকীকরণের মাধ্যমে ভাইরাসের বিস্তার দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি। সমগ্র দেশে একই সময়ে, টিকা এবং পরীক্ষার সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং সর্বোপরি,করোনার সমস্ত পরীক্ষাগুলি প্রত্যেকের জন্যই বিনা মূল্যে সম্পন্ন করতে হবে। জনসংখ্যার অর্ধেক লোক যদি সপ্তাহে দু’বার এই স্ব-পরীক্ষা চালায় এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা পালন করা হয়, তবে ভাইরাসের উপর নিয়ন্ত্রণ সফল হতে পারে।

পামেলা রেন্ডি-ভাগনার জানিয়েছেন,জাতীয় কাউন্সিলের(সংসদের) মূল কমিটিতে করোনার শিথিলকরণের এই সিদ্ধান্তকে সমর্থন করবে কিনা বিরোধীদল SPÖ তা উন্মুক্ত রেখেছিল। কিন্ত তিনি আফসোস করে বলেন যে, এই আইনটি মূল কমিটির আজকের বৈঠকের এজেন্ডাতেই ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিককালে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল দল SPÖ এর সাথে সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের দল ÖVP এর দূরত্ব কিছুটা কমে এসেছে। পামেলার নেতৃত্বাধীন SPÖ সম্প্রতি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে সমর্থন করে আসছেন।

কবির আহমেদ /ইবি টাইমস