
অস্ট্রিয়ার Steiermark রাজ্যে ৪.৫ মাত্রার ভূমিকম্প
অন লাইন ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন,বুধবার ২০ জানুয়ারী সকাল সাড়ে আটটায় প্রাতঃরাশের সময় উচ্চ Steiermark এর Admont শহর সহ আশেপাশের সমগ্র অঞ্চল ভূমিকম্পে কেপেঁ উঠেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসাবে সনাক্ত হয়েছে অ্যাডমন্টের (লাইজেন জেলা) ছয় কিলোমিটার পশ্চিমে এবং প্রায় আট কিলোমিটার অভ্যন্তরে ছিল। অস্ট্রিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনামিক্সের…