সাভার : সাভার মিডিয়া ক্লাবের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের নিয়ে “সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
আজ (২৪শে) জানুয়ারি রবিবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম বিষয়ক শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এনাম মেডিকেল কলেজ এর পরিচালক ও এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোবাইল জার্নালিজম বিষয়ে দেশের প্রথম পিএইচডি ডিগ্রী অর্জনকারী ,ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক জামিল খান, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ সিনিয়র করেসপন্ডেন্ট, সারাবাংলা ডটনেট।
এ উপলক্ষে সকালে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিম আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য, গাজী টিভির সাভার প্রতিনিধি আজিম উদ্দিন, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক দেশরূপান্তর এর সাভার প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক এশিয়ার স্টাফ রিপোর্টার শামীম হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব, মানবকণ্ঠের সাভার প্রতিনিধি জাহিন সিং, দৈনিক সংবাদ পত্রিকার সাভার প্রতিনিধি লোটন আচার্য , দৈনিক ইউরো সমাচার পত্রিকার সাভার-আশুলিয়া-ধামরাইয় প্রতিনিধি মোঃ জীবন হাওলাদার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।