ভিয়েনা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে (USA) করোনায় মৃত্যু ৪ লাখের উপর ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতের রেকর্ড ভঙ্গ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বের মোড়ল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ২০ জানুয়ারী বুধবার পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪ লক্ষ ১৫ হাজারের উপরে মানুষ। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নিহতদের রেকর্ড ভেঙ্গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৪,০৫,৩৯৯ জন মার্কিন সৈন্য মারা গিয়েছিল।

করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে। তারপর দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী রাজ্যে ক্যালিফোর্নিয়ায়। যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রদান কর্মসূচি পুরোধমে চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণের বিস্তার এবং মৃত্যুবরণ। শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যেই মৃত্যুর সংখ্যা ৪১,০০০ হাজারের উপরে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গে সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রধান শহর ও রাজধানী লস এঞ্জেলেসে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে করোনার মৃত্যুর শতকরা ৪৭% শতাংশই আমেরিকা মহাদেশে সংঘটিত হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের করোনা পরিস্থিতিও বেশ অবনতির দিকে। ব্রাজিলে করোনায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লক্ষ ৩৯ হাজার ৮৬৮ জন। ব্রাজিলে করোনায় এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ লক্ষ ১২ হাজার ৮৯৩ জন মানুষ। ব্রাজিলের পর পরই উত্তর আমেরিকার দেশ কানাডা তৃতীয় অবস্থানে অবস্থান করছে। কানাডায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৪৯৫ জন। কানাডায় করোনায় এই পর্যন্ত মোট মৃত্যুবরণের সংখ্যা ১৮,৪৬২ জন। সম্প্রতি নতুন সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধির ফলে সে দেশে ভ্রমণের সতর্কতা জারি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আমেরিকা মহাদেশের আরও কয়েকটি দেশে যেমন,পানামা,ইকুয়েডর,হন্ডুরাস, গুয়েতেমালা এবং প্যারাগুয়েতেও করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। নির্বাচনে জয়লাভের পরই তিনি ঘোষণা দিয়েছেন, তার প্রশাসন সবচেয়ে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবেন। তিনি করোনা মহামারীটির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে বলেন,করোনা মার্কিন যুক্তরাষ্ট্রকে এক বিধ্বংসী অর্থনৈতিক সঙ্কটে ডুবিয়ে দিয়েছে।

তিনি তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে অবহেলা করার জন্য। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের রাজধানী বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার আন্তর্জাতিক ডাটা সংরক্ষণের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৯৮ হাজার ৯৭৫ জন। যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণের মোট সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ৮৭৪ জন।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে (USA) করোনায় মৃত্যু ৪ লাখের উপর ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতের রেকর্ড ভঙ্গ

আপডেটের সময় ০১:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বের মোড়ল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ২০ জানুয়ারী বুধবার পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪ লক্ষ ১৫ হাজারের উপরে মানুষ। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নিহতদের রেকর্ড ভেঙ্গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৪,০৫,৩৯৯ জন মার্কিন সৈন্য মারা গিয়েছিল।

করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে। তারপর দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী রাজ্যে ক্যালিফোর্নিয়ায়। যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রদান কর্মসূচি পুরোধমে চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণের বিস্তার এবং মৃত্যুবরণ। শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যেই মৃত্যুর সংখ্যা ৪১,০০০ হাজারের উপরে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গে সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রধান শহর ও রাজধানী লস এঞ্জেলেসে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে করোনার মৃত্যুর শতকরা ৪৭% শতাংশই আমেরিকা মহাদেশে সংঘটিত হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের করোনা পরিস্থিতিও বেশ অবনতির দিকে। ব্রাজিলে করোনায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লক্ষ ৩৯ হাজার ৮৬৮ জন। ব্রাজিলে করোনায় এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ লক্ষ ১২ হাজার ৮৯৩ জন মানুষ। ব্রাজিলের পর পরই উত্তর আমেরিকার দেশ কানাডা তৃতীয় অবস্থানে অবস্থান করছে। কানাডায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৪৯৫ জন। কানাডায় করোনায় এই পর্যন্ত মোট মৃত্যুবরণের সংখ্যা ১৮,৪৬২ জন। সম্প্রতি নতুন সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধির ফলে সে দেশে ভ্রমণের সতর্কতা জারি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আমেরিকা মহাদেশের আরও কয়েকটি দেশে যেমন,পানামা,ইকুয়েডর,হন্ডুরাস, গুয়েতেমালা এবং প্যারাগুয়েতেও করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। নির্বাচনে জয়লাভের পরই তিনি ঘোষণা দিয়েছেন, তার প্রশাসন সবচেয়ে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবেন। তিনি করোনা মহামারীটির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে বলেন,করোনা মার্কিন যুক্তরাষ্ট্রকে এক বিধ্বংসী অর্থনৈতিক সঙ্কটে ডুবিয়ে দিয়েছে।

তিনি তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে অবহেলা করার জন্য। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের রাজধানী বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার আন্তর্জাতিক ডাটা সংরক্ষণের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৯৮ হাজার ৯৭৫ জন। যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণের মোট সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ৮৭৪ জন।

হাফিজা লাকী /ইবি টাইমস