দেশকে ক্ষুধা-দারিদ্র মুক্ত করতে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা: শুধু ভাতার উপর নির্ভর না করে, সামর্থ্য অনুযায়ী কাজ করতে সুবিধাভোগীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের কাছে প্রেরণ অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপকারভোগীরা।  সব ভাতা উপকারভোগীদের কাছে সরাসরি মোবাইলের মাধ্যমে পৌছানোর কথা জানান শেখ হাসিনা।

করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার রজতজয়ন্তীর বছরেই দেশকে দারিদ্রমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ঢা. প্র/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »