ভিয়েনা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত টিকার দাম বেশি চাইলে অন্য দেশ খুঁজবে সরকার: অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ৪ সময় দেখুন

ঢাকা: ভারত করোনা টিকার দাম বেশি চাইলে অন্য দেশ থেকে সংগ্রহের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, একক কোন দেশ ভ্যাকসিন তৈরি করছে না। সেক্ষেত্রে কোন দেশ বেশি দাম চাইলে, অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করা হবে। তিনি বলেন, সবারই দৃষ্টি করোনা ভ্যাকসিনের দিকে। তাই তা নিশ্চিত করার লক্ষ্যেই  এগুচ্ছে সরকার। যারা করোনা ভ্যাকসিনের খরচ বহন করতে পারবেন না, তাদের খরচ বহন সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা এনে প্রায় দ্বিগুণ দামে তা বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার কোম্পানিটির প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী মাসের মধ্যে বেসরকারিভাবে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা কিনবে বেক্সিমকো। এরপরই বাণিজ্যিকভাবে তারা এ টিকা বাজারে বিক্রি শুরু করবে। তবে চলতি মাসের শেষদিকে সেরাম তাদের টিকার প্রথম চালানটি পাঠাতে পারে। প্রথম ধাপে দশ লাখ এবং পরে আরো বিশ লাখ টিকা পাবে বেক্সিমকো। এক্ষেত্রে প্রতি ডোজ টিকা বেক্সিমকো সেরামের কাছ থেকে কিনবে ৬৮০ টাকায় বা আট মার্কিন ডলারে। আর বিক্রি করবে ১১২৫ টাকা বা ১৩ ডলারের কিছু বেশি দামে।

ঢা. প্র/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত টিকার দাম বেশি চাইলে অন্য দেশ খুঁজবে সরকার: অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

ঢাকা: ভারত করোনা টিকার দাম বেশি চাইলে অন্য দেশ থেকে সংগ্রহের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, একক কোন দেশ ভ্যাকসিন তৈরি করছে না। সেক্ষেত্রে কোন দেশ বেশি দাম চাইলে, অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করা হবে। তিনি বলেন, সবারই দৃষ্টি করোনা ভ্যাকসিনের দিকে। তাই তা নিশ্চিত করার লক্ষ্যেই  এগুচ্ছে সরকার। যারা করোনা ভ্যাকসিনের খরচ বহন করতে পারবেন না, তাদের খরচ বহন সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা এনে প্রায় দ্বিগুণ দামে তা বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার কোম্পানিটির প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী মাসের মধ্যে বেসরকারিভাবে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা কিনবে বেক্সিমকো। এরপরই বাণিজ্যিকভাবে তারা এ টিকা বাজারে বিক্রি শুরু করবে। তবে চলতি মাসের শেষদিকে সেরাম তাদের টিকার প্রথম চালানটি পাঠাতে পারে। প্রথম ধাপে দশ লাখ এবং পরে আরো বিশ লাখ টিকা পাবে বেক্সিমকো। এক্ষেত্রে প্রতি ডোজ টিকা বেক্সিমকো সেরামের কাছ থেকে কিনবে ৬৮০ টাকায় বা আট মার্কিন ডলারে। আর বিক্রি করবে ১১২৫ টাকা বা ১৩ ডলারের কিছু বেশি দামে।

ঢা. প্র/ইউবি টাইমস