
অস্ট্রিয়ায় নিষেধাজ্ঞা না মেনে রেস্টুরেন্ট খোলায় ৪৫ জনকে জরিমানা
রেস্টুরেন্টের মালিকের জরিমানা হতে পারে সর্বোচ্চ €৩০.০০০ ইউরো ভিয়েনা: অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,সোমবার Oberösterreich রাজ্যের রাজধানী Linz এ একটি কফি রেস্টুরেন্ট লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলে এবং মুহুর্তের মধ্যেই সেটি লোকে লোকারন্য হয়ে যায়। সাথে সাথেই খবর পৌছে যায় পুলিশ প্রশাসনের কাছে। পরবর্তী পুলিশের উর্ধতন কর্মকর্তারা রাজ্য প্রশাসনের সাথে আলোচনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে…