
৭১ বছর পর আবার দেখা যাবে ধূমকেতু ১২পি/পন্স-ব্রুকস
এই ধূমকেতুটির ইতিহাস বেশ পুরোনো। দুই জ্যোতির্বিজ্ঞানীর নামানুসারে এটির নাম রাখা হয়েছে, প্রতি ৭১ বছর পর এটি পৃথিবী থেকে দেখা যায় আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এর তথ্য অনুযায়ী প্রতি ৭১ বছর পর এটি পৃথিবী থেকে দেখা যায়। চলতি বছরের এপ্রিল মাসে ধূমকেতুটি পৃথিবী থেকে দেখা যাবে। এর নাম রাখা হয়েছে ১২পি/পন্স-ব্রুকস। একটু অদ্ভুত নামই…