
ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপে সাড়ে ১৩কিলোমটার একমুখী,৭শতাধিক পুলিশ মোতায়েন
টাঙ্গাইল প্রতিনিধিঃ ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ থাকায় সাড়ে ১৩কিলোমটার একমুখী করে দেন পুলিশ। আজ সকালে এলেঙ্গার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায় , বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ।চালকদের এলোমেলো গাড়ি চালান ও যানবাহনের চাপে গতকাল বুধবার দিন থেকেই রাতভর কখনও যানজট, কখনও…