
হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি ইইউ সদস্য দেশ
১৮৬৭ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত “অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য” নামে মধ্য ইউরোপে একটি সম্মিলিত রাজত্বের অস্তিত্ব ছিল। ভিয়েনা ছিল সেই রাজত্বের প্রাণকেন্দ্র কবির আহমেদ, ভিয়েনা, অষ্ট্রিয়াঃ হাঙ্গেরীয় প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব (Donau) উপত্যকা তথা হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতলভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম…