
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি সাজিদুর রহমান সোহেলের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ
বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ প্রিয় বন্ধুর সম্মানে “এইতো জীবন মানুষ বাঁচাবো কয়দিন” স্লোগানের প্রবর্তক শিবলু রাজের আয়োজনে ১৯ জুন সোমবার ২০২৩ ইং বার্সেলোনার স্হানীয় মধুর কেন্টিন রেষ্টুরেন্ট এ আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরন নাজমুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডক্টর নজরুল ইসলাম চৌধুরী। “বন্ধুত্বের বন্ধন থাকুক অম্লান” এই মর্মে উপস্হিতি সহ সৌজন্য মুলক বক্তব্য…