
সুন্দরবনের ২টি হরিন মঠবাড়িয়ার লোকালয় থেকে উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: সুন্দরবনের ২টি হরিন পিরোজপুরের মফবাড়িয়ার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) হরিন দু’টিকে উদ্ধার করে তা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঠাবড়িয়া থানার অফিসারেইন চার্জ ওসি মো. নুরুল ইসলাম বাদল হরিন দু’টিকে উদ্ধার করে তা বন বিভাগের কাছে হস্তান্তরের খবর নিশ্চিত করেছেন। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন…