
সপ্তাহব্যাপী তালের চারা রোপন ও বিতরণ করবে ঝালকাঠি বন্ধুসভা
ঝালকাঠি প্রতিনিধিঃ জলবায়ুর বিরূপ পরিবর্তনের মাঝে দেশকে ভালো রাখতে প্রথম আলো’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি বন্ধুসভা বুধবার থেকে সপ্তাহব্যাপী “একটি করে ভালো কাজ” এর জন্য “তালের চারা রোপণ ও বিতরণ” একটি যুগোপযোগী এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। যা এই বিরুপ পরিবেশে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে। দেশব্যাপি নানান আয়োজন করে…