
রাজনীতি থেকে পামেলার বিদায়, সংসদ থেকেও পদত্যাগ
SPÖ প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগকারী পামেলা রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইউরোপ ডেস্কঃ পামেলা রেন্ডি-ভাগনার জাতীয় কাউন্সিল বা সংসদ থেকেও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে,পামেলা রেন্ডি-ভাগনার SPÖ সদস্য সমীক্ষায় তার পরাজয়ের পর রাজনীতিকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকালে এপিএ-এর একজন মুখপাত্র…