
শশী নামে ডাকলেই ছুটে আসে হরিণ
ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় হরিণের সঙ্গে সখ্যতা গড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন নূরুল্যাহ নামে এক বন কর্মী। তিনি হরিণটির নাম দিয়েছেন শশী। ওই নামে ডাকলে সাড়া দেয় হরিণটি। জানা গেছে, প্রায় চারমাস আগে তজুমদ্দিনের বিচ্ছিন্ন চরমোজাম্মেলের বন থেকে দলছুট হয়ে লোকালয়ে আসে একটি মা হরিণ। ওই হরিণটি একটি বাচ্চা প্রসব করে শিকারীদের ভয়ে আবার…