
লালমোহন ও তজুমদ্দিন নাগরিক উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমানের সেবামূলক কার্যক্রম
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া মোঃ আব্দুর রহমান (খোকা) এখন ব্যারিস্টার। বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে ‘ব্যারিস্টার এট ল’ শেষ করে সেখানে জায়বা ল ফার্মে ল’ইয়ার হিসেবে কর্মরত আছেন। লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের মাওলানা ওজিউল্লাহ মিয়া বাড়ীর মৃত মাওঃ রফিকুল ইসলাম এর সন্তান তিনি। পিতা ছিলেন স্থানীয় করিমগঞ্জ সিনিয়র…