
লালমোহনে ব্রোকলি চাষে লাভের স্বপ্ন বুনছেন যুবক সুমন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ২৬ বছর বয়সী যুবক মো. সুমন। এক সময় বাজারের খাবার হোটেলে কাজ করতেন। তখন থেকেই তার স্বপ্ন ও আগ্রহ জাগে কৃষি কাজের। নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে তিন বছর আগে খাবার হোটেলের কাজ ছেড়ে দেন যুবক সুমন। এরপর শুরু করেন কৃষি কাজ। তারপর থেকেই নিজের বাড়ির আঙিনার ও অন্যের জমি লগ্নি রেখে কৃষি…