
রাতের জোয়ারে ফের ডুবলো ঢালচর, ক্ষতিগ্রস্ত ৫০ দোকান
চরফ্যাসন(ভোলা) : রাতের জোয়ারে ফের তলিয়ে গেছে ভোলার সাগর উপকূলের দ্বীপ ঢালচর। মঙ্গলবার (২৫ মে) রাতে অস্বাভাবিক জোয়ারে পুরো ঢালচর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। অন্যদিকে জোয়ারের চাপে পুরো এলাকার ৫০টি দোকান ও মাছের আড়তসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দ্বীপচরটি ৫ ফুট পানির নিচে ডুবে আছে বলে জানিয়েছেন…