
যেন নদীর ‘শেষকৃত্য’
ঝিনাইদহ প্রতিনিধি: নদ-নদী দখল করা,দূষণ ছড়ানো এসব ফৌজদারি অপরাধ। এ জন্য রয়েছে ১০ বছরের কারাদÐের বিধান। পাশাপাশি নদীরক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য রয়েছে আদালতের রায় ও নির্দেশনা। তবু দেশে নদীর ওপর নির্যাতন বেড়ে চলছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দখলদার। পানি হচ্ছে দূষিত থেকে দূষিততর। নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ঝিনাইদহের জনপদ। এক সময় নদীকে কেন্দ্র…