
মেটসোলার ভিয়েনায় “ইউরোপ এক্সপেরিয়েন্স” প্রদর্শনীর উদ্বোধন
অস্ট্রিয়া সফররত ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ভিয়েনায়, ইন্টারেক্টিভ স্থায়ী প্রদর্শনী “এক্সপেরিয়েন্স ইউরোপ” এর প্রদর্শনী উদ্বোধন করেন ইউরোপ ডেস্কঃ শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় মেটসোলা ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের রোটেনটুর্মস্ট্রাসে ১৯-এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন, মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, জাতীয় সংসদের স্পীকার সোভোটকা ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ…