
মেঘনায় ডুবে যাওয়া জ্বালানী তেলবাহী কার্গো ৭ দিন পরে উদ্ধার
ভোলা প্রতিনিধিঃ ভোলা মেঘনার তুলাতলি পয়েন্টে ডুবে যাওয়া জ্বালানী তেলবাহী কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ অবশেষে ৭ দিন প্রচেষ্টার পর উদ্ধার হলো। রোববার(১ জানুয়ারী)দুপুরে ধনিয়া ইউনিয়নের মেঘনার তুলাতলি পয়েন্টের ঘটনাস্থলে থেকে কার্গো জাহাজটি উদ্ধার করা হয়। বিআইডব্লিটিএ যুগ্ম পরিচালক মোঃ আবুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকারি জাহাজ হুমায়ারা ও জোহুর সহ বিআইডব্লিটিএ, মালিকপক্ষ ও কোস্টগার্ডের…