
চরফ্যাসনে মিশ্র গুটি সারের জনপ্রিয়তা বাড়ছে
চরফ্যাসন ( ভোলা) : ভোলার চরফ্যাসনে এনপিকেএস এর মিশ্র গুটি সার উৎপাদন করেন আকতার মহাজন। সম্প্রতি ভোলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ পরিদর্শনে আসেন। তিনি বলেন,মিশ্র গুটি সারের কারখানা সমগ্র ভোলাসহ বরিশালে এটি সম্প্রসারনে চেষ্টা করবেন। মিশ্র গুটি সার উৎপাদনকারী আকতার মহাজন জানান, প্রতিবছর প্রায় ১০০ মেট্রিক টন মিশ্র গুটি উৎপাদিত …