
ভোলায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ, ৫ জেলেকে জরিমানা
ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাল মাছ ধরার ট্রলার ও মা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড। এসময় ১২লক্ষ ৫০ হাজার মিটার সুতার জাল ৮০ কেজি মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরকচ্চপিয়া, চরহাসিনা, মাইনকার ঠোডা, আটকপাট, চরফারুকী,…