
রামগঞ্জে মাদকের ভয়াবহতা উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লক্ষিপুরঃ বর্তমান বিশ্বে ভয়াবহ ভাবে বাড়ছে মাদক দ্রব্য ও মাদক আসক্তি। লক্ষ লক্ষ তরুণ মাদকের কবলে পরে সৃষ্টি করছে সমাজে হতাশা এবং সহিংসতা। মাদক সেবন রোধে রামগঞ্জ “নুরুন নিছা” ফাউন্ডেশন একটি সেমিনার আয়োজন করে। হাজি জাহাঙ্গীরের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার হাজি জাহাঙ্গীর পাটোয়ারী মিলনায়তনে মাদক বিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা নূরপুর দরবার শরীফের চেয়ারম্যান,তাযকিয়া…