
মাটি ‘সন্ত্রাস’ সবুজের বাঁকে বাঁকে এক্সকাভেটরের কোপ
ঝিনাইদহ প্রতিনিধি: ফসলের মাঠে মাঠে খননযন্ত্রের বিকট আওয়াজ। শুকনা ক্ষেতে এত যন্ত্রের চলাফেরা মানুষ কয়েক বছর আগেও দেখেনি। কেউ বলছে বড় বড় সেতু আর লেনের রাস্তা বানাতে বিনা শুল্কে আনা খননযন্ত্রের উচ্ছিষ্ট এগুলো। ঠিকাদারদের হাত গলে এখন কৃষিজমিতে। ফসলি জমি ‘জবাইয়ের’ এ রকম কত যন্ত্র এখন জমি বধে ব্যস্ত, তার হিসাব কারও কাছে নেই। ঝিনাইদহের…