
মহেশপুরের ‘ক্রিকেট ব্যাট’ দেশজুড়ে
ঝিনাইদহ প্রতিনিধি: পাশাপাশি তিনটি ছোট কারখানা। চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ। কোথাও পড়ে আছে কাঠ, কোথাও ছোট বড় কাটিং মেশিন, কেউ করছেন কাঠ পরিষ্কার,কেউ লাগাচ্ছেন কাভার। প্রত্যন্ত পল্লিতে তৈরি হওয়া ছোটবড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কারখানটির অবস্থান ঝিনাইদহের মহেশপুরে। জানা যায়, মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি মিস্ত্রিপাড়া গ্রামের সহোদর রাজেন্দ্রনাথ, সাধন দাস ও শ্যামল…