
মরে যাচ্ছে শত শত বিঘা জমির পেঁয়াজ
শৈলকুপায় ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত চাষিদের বিক্ষোভ, প্রতারক বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরন দাবি ঝিনাইদহ প্রতিনিধিঃ পেঁয়াজ চাষী ইসলাম সর্দ্দার। প্রতিবছরের মত এবারও লাগিয়েছেন পেঁয়াজ। তবে এবারের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। পেঁয়াজ লাগাতে এনজিও থেকে নিয়েছেন লোন,বিক্রি করেছেন গোয়ালের গরু,রেখেছেন জমি বন্দক। যার সমস্ত টাকা দিয়ে কিনেছেন লাল তীর কিং নামে পেঁয়াজের বীজ। ১০ কেজি বীজ কিনতে…