
মননশীলতা চর্চার অভাবে আমেরিকায় ব্যাপক খুনাখুনির ঘটনা ঘটছে – ড.ভিক্ষু বোধি
হাকিকুল ইসলাম খোকন, বিশেষ প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার,৩১শে আগস্ট ২০২৫, যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যামব্রিজ শহরের “দি ফাউন্ডরী মিলনাতয়নে” অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফ এর চেয়ারম্যান, ডক্টর ভিক্ষু বোধি। অনুষ্ঠানে…