
ভোলা লালমোহনের বাতাসে ধূলো বালুকণা
সালাম সেন্টু, লালমোহন ভোলা প্রতিনিধি : বাতাস, ক্লান্ত পরিশ্রান্ত প্রাণির প্রাণ জুড়ায়। আর সেই বাতাস যখন ধূলো বালুকণা মিশ্রিত হয়, তখন প্রাণ জুড়ানোর বদলে প্রাণির প্রাণ সংকট দেখা দেয়। তেমনি ভোলার লালমোহনের বাতাসে মিশ্রিত ধূলো ও বালুকণা জনসাধারণের প্রাণ জুড়ানোর বদলে বিষাদে পরিনত হয়েছে। যত্রতত্র বালু মহাল, খোলামেলা পরিবেশে বালু পরিবহন ও আঞ্চলিক সড়কসহ চলমান…