
ভোলায় জলোচ্ছাস থেকে হাজারো মহিষকে সুরক্ষা দিলো আধুনিক কিল্লা
ভোলা প্রতিনিধিঃ টানা ৫ দিনের জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হলেও জলোচ্ছাস থেকে ভোলার চরাঞ্চলের হাজার হাজার মহিষকে সুরক্ষা দিয়য়ে আধুনিক কিল্লা। এ কিল্লা থাকায় স্বস্তি ফিরে এসেছে বাতানিদের। জানা গেছে, গত দুই মাসে ৮ দফা বন্যায় উপকূল প্লাবিত হলেও জোয়ারে ভেসে যায়নি কোন মহিষ। মৃত্যুর ঘটনাও ঘটেনি কোন মহিষের। এতে বড় ধরনের ক্ষতির হাত…