
ভোলায় এসএসসি ৯৮ ব্যাচের মিলন মেলা
ভোলা প্রতিনিধিঃ বন্ধুদের মিলন উৎসব হলো ভোলা জেলার এসএসসি-৯৮ ব্যাচ ভোলা জেলার। ২ জুলাই সকাল ১১টায় কেক কেটে বন্ধুদের মিলন উৎসব শুরু করেন বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের হলরুমে। এক মহা উৎসবের মাধ্যমে সকল বন্ধুরা যেন ফিরে গেল সেই কৈশরে পুরনো বন্ধুদের কাছে পেয়ে। আবেগ উচ্ছাস নিয়ে মনের কথা বলতে ব্যাকুল কৈশরের বন্ধুরা। আবেগ আপ্লুত…