
ভোলার বেতূয়া ঘাট থেকে চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ
ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী ২০ মার্চ থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে -চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার…