
ভূয়া নামজারীতে বেহাত অবসরপ্রাপ্ত শিক্ষকের কোটি টাকা মূল্যোর জমি
ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাসনের চর মানিকা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা(তহশীলদার)’র ও মাদ্রাসা শিক্ষক ফরিদ উদ্দিনের ফাঁদে ৪০ বছরের ভোগদখলীয় জমি হারিয়ে সর্বশান্ত হয়ে পরেছে অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আমিন হাওলাদারের পরিবার। চর আইচা মৌজার ৫৫০ খতিয়ানের দাতা আবদুস সাত্তার তার ভোগদখলীয় জমি তিন ক্রেতার কাছে বিক্রির পর তার খতিয়ানে অবশিষ্ট দশমিক ৫০…