
ভুয়া নাম ব্যবহার করে চাকুরী ! ৩৫ লাখ টাকা আত্মসাত
ভোলা সদর প্রতিনিধিঃ ভুয়া নাম ব্যবহার করে চাকুরী করে ৩৫ লাখ টাকা আত্মসাত এবং হত্যার হুমকি দেন চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের সিবা এলাকার মোঃ সুজন। অথচ চাকুরী নেয়ার সময় সুজন নিজেকে রুবেল নামে পরিচয় দেন। তিনি অত্র এলাকার বাবুল ও মাহমুদার সন্তান। সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী’র মায়ের দোয়া ও সাবাব ব্রিকস…