
ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রে আগুনে গাড়ি ভষ্মিভূত
ভিয়েনা শহরের কেন্দ্রে একটি গাড়ি আগুন পুড়ে ছাই হয়ে গেছে। কালো ধোঁয়ার বিশাল কলাম বহুদূর থেকেও দেখা গেছে। ভিয়েনা ডেস্কঃ শনিবার (৮ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রাণকেন্দ্র এক নাম্বার ডিস্ট্রিক্টের বোসেনডর্ফারস্ট্রাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালক গাড়িটি পার্ক করে বের হওয়ার পর পরই আগুন ধরায় তিনি অক্ষত আছেন। সংবাদ মাধ্যম এপিএ জানায়,শনিবার সকালে ভিয়েনার কেন্দ্রস্থলে…