
ভিয়েনা রাজ্য প্রশাসনের কাছে ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ “শহীদ মিনার” নির্মাণে আবেদন
আবেদনপত্রটি গত ১২ ডিসেম্বর ভিয়েনার রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে ভিয়েনা ডেস্কঃ সোমবার (১৫ ডিসেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের জেলা পরিষদের ÖVP দলের কাউন্সিলর মাহমুদুর রহমান (নয়ন) ইউরো বাংলা টাইমসের আন্তর্জাতিক সম্পাদক কবির আহমেদকে এতথ্য জানান। তিনি জানান,ভিয়েনায় বাংলাদেশের মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণার্থে শহীদ মিনার নির্মাণের জন্য ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে একটি…