
ভিয়েনার মেট্রোরেলের (U Bahn) ছাদে চড়তে যেয়ে গুরুতর আহত হয়ে তরুণের মৃত্যু
ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টের মাইডলিঙ্গার অ্যাক্সিডেন্ট হাসপাতালের ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করেও বাচাঁতে পারেনি ১৭ বছর বয়সী তরুণকে ভিয়েনা ডেস্কঃ শনিবার (২ নভেম্বর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,ভিয়েনার Unfall Krankenhaus (বিশেষায়িত এক্সিডেন্ট হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী তরুণের মৃত্যু হয়। হাসপাতালে কয়েকদফা জরুরী অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারেনি বিশেষজ্ঞ চিকিৎসকরা। উল্লেখ্য যে, গত মঙ্গলবার…