
ভিয়েনায় BDSF ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সোহাগ-আরশ জুটি
টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে জুনেদ- রাজ জুটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে রুহুল -আজিম জুটি ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৯ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের ম্যাক্স স্পোর্টস সেন্টারে বিডিএসএফ (BDSF)ভিয়েনা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট নয়টি দল বা জুটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক…