
ভিয়েনায় বাংলাদেশী মেয়ের স্কুল সমাপনী পরীক্ষায় বিরাট সাফল্য
স্কুল সমাপনী পরীক্ষায় সুমাইয়া তার ক্লাসের ৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের MS Hanreitergasse স্কুল থেকে সুমাইয়া মিয়া জারা এই সাফল্য অর্জন করেছে। পরিবারে দুই বোনের মধ্যে সুমাইয়া বড়। তার বাবা ইয়াসিম মিয়া বাবু ও মা ফারজানা মিয়া তানি। ইয়াসিন মিয়া বাবু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সম্প্রচারিত…