
ভিয়েনায় পদ্মা রেঞ্জার্সের ইন্ডোর ফুটবলের শিরোপা লাভ
ফাইনাল খেলা গোলশূন্য শেষ হওয়ায় ট্রাইব্রেকারে পদ্মা রেঞ্জার্স ৩-১ গোলে এফসি ইউনিককে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৭ ডিসেম্বর) ভিয়েনার দানিউব (Donau) নদীর ওপর প্রতিষ্ঠিত জাহাজ হাই স্কুলে এই জাঁকজঁমক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি।অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে প্রতিধন্ধিতা করে।…