
ভিয়েনায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষাবিধদের বিক্ষোভ
ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার জলবায়ু ও পরিবেশ সুরক্ষার জন্য সংগঠন “লাস্ট জেনারেশন” বা “শেষ প্রজন্মের” এই বিক্ষোভে ভিয়েনার সিটির রিং রোডে গাড়ি চলাচল বন্ধ ছিল। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে “শেষ প্রজন্মের” কয়েক ডজন কর্মী ভিয়েনার রিংস্ট্রাসে বিক্ষোভ প্রদর্শন ও রোড মার্চ করেন। ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, শুক্রবার বিকালে…