
ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে মক্কায় শিহাব
রিপন শান: ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে হজ করতে পবিত্র শহর মক্কায় পৌঁছলেন এক যুবক। কেরালা থেকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে তার সময় লাগেছে ৩৭০ দিন। এ জন্য প্রায় ৮৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় কেরলের বাসিন্দা শিহাব ছোত্তুরকে। ভারত থেকে যাত্রা শুরু করে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত সীমান্ত…