
বৃটেনে শেষ হতে যাচ্ছে বৈশ্বিক মহামারী করোনার সকল বিধিনিষেধ
“লিভিং উইথ কোভিড” – অর্থাৎ কোভিডকে সাথে নিয়েই আমাদের চলতে হবে বলে জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপ ডেস্কঃ বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছেন করোনা পরীক্ষা পজিটিভ হলে কোয়ারেন্টাইনের শর্ত বাতিল করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসন বুধবার লন্ডনের পার্লামেন্টে “কোভিডের সাথে বসবাস” করার জন্য একটি পরিকল্পনা ঘোষণা করছিলেন,তিনি বলেন, “বর্তমান উৎসাহজনক প্রবণতা অব্যাহত থাকলে,…