
লালমোহনে এক বছরে যক্ষ্মায় আক্রান্ত ৫২৯ জন, বিনামূল্যে পাচ্ছেন চিকিৎসা
ভোলা দক্ষিণ প্রতিনিধি: যক্ষ্মা শব্দটি এক সময় ছিল আতঙ্কের নাম। বলা হতো; যক্ষ্মা হলে রক্ষা নেই। কয়েক বছর আগেও গ্রামাঞ্চলে কেউ যক্ষ্মায় আক্রান্ত হলে ওই এলাকার সকল মানুষ আতঙ্কে থাকতেন। তবে সময় বদলেছে। সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা হয়েছে আধুনিক। বর্তমানে এখন যক্ষ্মায় আক্রান্ত হলে আগের সেই আতঙ্ক নেই। সঠিক সময়ে-সঠিক চিকিৎসায় এই দুরারোগ্য যক্ষ্মা…