
বাহারুলের ‘বাহাদুরী’দেখল গ্রামবাসী
প্রতিনিধি প্রতিনিধি: বাহারুলের শুরুটা মাটির ব্যাংকে জমানো ৬০ হাজার টাকা দিয়ে। সদরঘাট থেকে কাপড় কিনে ডেনিম জিন্স প্যান্ট তৈরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রচারণা। আর মাথায় নিজের জন্য কিছু করা প্রবল ইচ্ছাশক্তি। সাথে নিজের তৈরি করা একটি প্রতিষ্ঠান-গার্মেন্টস এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা। তবে লক্ষ্যের শুরুটা তিক্ত। করতেন গার্মেন্টসে চাকরী। মাসের পর মাস হাড়ভাঙ্গা…