
বার্সেলোনায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
বার্সেলোনা প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধারেখে প্লাসা পেদ্রোর শহীদ চত্বরে অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। ৫২এর ভাষা আন্দোলনের শহীদ সালাম,রফিক,জব্বার,বরকত,শফিউর সহ ভাষা শহীদের সম্মানার্থে কোরাস কন্ঠে কালজয়ী গান “আমার ভাইয়ে রক্ত রাঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” কন্ঠ স্লোগানে একাকার হয় শহীদ বেদীতে প্রত্যেক সংগঠনের নামে…