
বার্সেলোনায় ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ T10 অনুষ্ঠিত
বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ কাম্পো মিউনিসিপাল কার্লোস পেরেজ দে রোজাস মন্টজোইক বার্সেলোনায় ২৭ নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলতে থাকে এই ক্রিকেট সিরিজ।পুরুষ্কার বিতরনের মধ্যদিয়ে টুর্ণামেট এর আনুষ্ঠানিক সমাপনি হয়। বাংলদেশী ক্রিকেট টিম বেঙ্গলী ক্রিকেট ক্লাব সহ মোট ১০টি ক্রিকেট টিম T10 সিরিজে অংশ নেয়।পাকিস্তান, ইন্ডিয়া, ইংলিশ, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ সহ…