
বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে স্পেনের সান্তাকলোমায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যুরো চিফ বার্সেলোনাঃ স্পেন সহ মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার লক্ষে স্পেন এর সান্তা কলোমায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ১৯ এপ্রিল ২০২৩ ইংরেজী বুধবার সান্তাকলোমার স্হানীয় হল রোমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়। মোশারফ বেপারীর পরিচালনায় শান্তাকলোমা কমিউনিটি ব্যক্তিবর্গের তত্বাবধানে অনুষ্টান এ সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন ।অতিথী হিসাবে উপস্হিত ছিলেন ই আর সি সান্তা কলোমার সভাপতি…