
ভিয়েনায় দানিয়ুব (Donau) নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা- শীঘ্রই আসতে পারে গোছল সহ গ্রিল পার্টির নিষেধাজ্ঞা
গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত দানিউব (Donau) নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভিয়েনা ডেস্কঃ রবিবার (৩ জুন) অস্ট্রিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ORF এর প্রোগ্রাম “Wien aktuell”-এ এক প্রতিবেদনে বলা হয়েছে ভিয়েনার দানিয়ুব নদীর পানিস্তর বাড়ছে। এরফলে দানিউব নদীর পাড়ের কিছু রেস্তোরাঁর মালিক চিন্তিত এবং সতর্কতা হিসেবে তাদের আসবাবপত্র নিরাপদে সরিয়ে নিয়েছে।…