
বইমেলায় জুলফিকার শাহিনের ‘যে সুতোয় তুমি স্বপ্ন বোনো’
ঝিনাইদহ প্রতিনিধিঃ এবারের একুশে বইমেলায় উদীয়মান তরুণ লেখক ও মানবাধিকার কর্মী জুলফিকার শাহিনের প্রথম কাব্যগ্রন্থ ‘যে সুতোয় তুমি স্বপ্ন বোনো’ আসছে। অনিন্দ্য প্রকাশ থেকে কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে।বই প্রেমী এবং কবিতা প্রেমী সকল শ্রেণীর পাঠকের জন্য বইটিতে ৭৬টি কবিতা রয়েছে। বইটি সম্পর্কে লেখক ও মানবাধিকার কর্মী জুলফিকার শাহিন বলেন, ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত আছি। সখের…